ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের ঘটনায় ছাত্রলীগের ৭ জনকে বহিষ্কার

প্রকাশিত: ১২:৪১, ১০ অক্টোবর ২০২২

ঝিনাইদহের ঘটনায় ছাত্রলীগের ৭ জনকে বহিষ্কার

নিহত তিন শিক্ষার্থী

ঝিনাইদহের জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান স্বাক্ষরিত চিঠিতে রবিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করা হয়। 

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। এজন্য, সহ সভাপতি ফহিম হাসান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অর্ক, জেলা শাখার কর্মী ফরহাদ -২, নিয়ন ও ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগ শাখার কর্মী ফরহাদ-১ ও মুস্তাকিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

জানা যায়, গত ৭ অক্টোবর ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে ফেরার পথে জিএস সজিবুল ইসলামের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা ফাহিম হাসান সনি। এ সময় সেখান থেকে মোটরসাইকেলে পালাতে গিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা বিদ্যুতের পোল বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান ভিপি সাইদুর রহমান মুরাদ, সাধারণ শিক্ষার্থী সমরেশ বিশ্বাস ও তৌহিদুল ইসলাম।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×