ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রকাশিত: ০৩:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া পৌর-আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। শনিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের নেতৃত্বে সাবেক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তাদের নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এর আগে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ পৃথকভাবে ফুল দিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। নব-নির্বাচিত উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শুকুর আলী, এমদাদুল হক মুন্সী, তোজাম্মেল হোসেন টুটুল, এমদাদুল হক বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বি এম তৌফিক সহ টুঙ্গিপাড়ার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি-চেয়ারম্যান ও মেম্বার এবং দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচণী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ জনকণ্ঠের সঙ্গে আলাপকালে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দলকে সুসংগঠিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন।
×