ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৩৫ মন ওজনের গরুর দাম ১৮ লাখ টাকা

প্রকাশিত: ০১:৪০, ১৫ জুন ২০১৯

ঝিনাইদহে ৩৫ মন ওজনের গরুর দাম ১৮ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে একটি খামারে ৩৫ মন ওজনের গরুর দেখা মিলেছে। যার নাম দেওয়া হয়েছে যুবরাজ। প্রতিদিন গরুটি দেখতে সদর উপজেলার দুর্গাপুর গ্রামে ভীড় করছে উৎসুক জনতা। গরুর মালিক শাহ আলম জানান, ২ বছর আগে মাত্র দেড় লাখ টাকায় গরুটি কেনেন তিনি। লালন-পালন করে বর্তমানে গরুটির ওজন হয়েছে ৩৫ মন। ইতিমধ্যে গরুটির দাম হয়েছে ১৮ লাখ টাকা। আগামী ঈদুল আযহায় ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি করার ইচ্ছা তার। প্রতিদিন তাকে খাওয়ানো হচ্ছে প্রায় ২ হাজার টাকার খাবার। এ দুই মাসে আরও ৫ থেকে ৭ মন ওজন বাড়বে বলে আশা তার। যুবরাজকে খামার শুরুর সময় মাত্র ৬ মাস বয়সে নিয়েছিলেন মালিক। এখন তার বয়স ৩ বছর ৬ মাস। এই সময়ে পরিমিত খাবার আর যত্ন এই পর্যায়ে নিয়ে এসেছেন। যুবরাজের পেছনে এ পর্যন্ত তার ৯ থেকে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতিদিন যুবরাজের খাবারের জন্য খরচ হচ্ছে প্রায় ২ হাজার টাকা। এই যুবরাজ তাদের গ্রামটি অনেক এলাকার মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন যুবরাজকে দেখতে। ঈদ আসতে এখনও কিছুদিন বাকি আছে। এরই মধ্যে যুবরাজের ওজন আরো বাড়বে বলে মনে করছেন শাহ আলম।
×