ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২৩:৫৯, ১০ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। সোমবার ধনবাড়ী ও নাগরপুর উপজেলায় এ দুর্ঘটনায় ঘটেছে। নিহতরা হলো- রমিছা (৫) নাগরপুর উপজেলার বনগ্রাম গ্রামের উজ্জলের মেয়ে ও ব্যবসায়ী জহিরুল ইসলাম (৬০) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ডুবাইল এলাকার মৃত মুরাদ আলী সরকারের ছেলে। জানা যায়, ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৬০) নামে এক বিস্টুক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার রামকৃষ্ণবাড়ি মিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ডুবাইল এলাকার মৃত মুরাদ আলী সরকারের ছেলে। এ ব্যাপার ধনবাড়ী থানার এসআই আরিফুল হাসান জানান, বিস্টুক ভর্তি একটি পিকআপ সোমবার ভোরে দ্রুত গতিতে উপজেলার রামকৃষ্ণবাড়ি এলাকায় আসলে চালকের অবহেলার কারণে পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপের উপরে থাকা বিস্টুক ব্যবসায়ী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারী চালিত অটো রিক্সা চাপায় রমিছা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে নাগরপুর চৌহালী সড়কের বনগ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু রহিছা বনগ্রাম গ্রামের উজ্জলের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সোমবার সকালে শিশু রমিছা বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় চৌহালী থেকে নাগরপুরগামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা চাপা দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।
×