ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেড়ার চরপেঁচাকোলা গ্রাম যমুনার ভাঙনে বিলীন

প্রকাশিত: ২০:৫৫, ২০ অক্টোবর ২০১৮

বেড়ার চরপেঁচাকোলা গ্রাম যমুনার ভাঙনে বিলীন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ যমুনার ভয়াবহ ভাঙনের তান্ডবে বেড়ার চরপেঁচাকোলা গ্রাম বিলীন হতে চলেছে। গত ১৫দিনের ভাঙনে মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ আড়াই শতাধিক বসতবাড়ী যমুনার গর্ভে হারিয়ে গেছে। প্রতিদিনই এ ভাঙন চলছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বণ্যানিয়ন্ত্রন বাঁধ, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। বর্তমানে বণ্যানিয়ন্ত্রন বাঁধ, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থানসহ অসংখ্য বসতবাড়ী হুমকির মধ্যে পড়ায় এলাকায় আতঙ্কাবস্থা বিরাজ করছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার চরপেঁচাকোলা গ্রামের পূর্ব প্রান্তে বিশাল চর জেগে উঠেছে। যমুনার স্রোতধারা পশ্চিম প্রান্তে সরে সরাসরি চরপেঁচাকোলা গ্রামে আঘাত করছে। এতে দুই কিলোমিটার এলাকাব্যাপী প্রচন্ড ভাঙন শুরু হয়েছে। ভাঙন এলাকায় পানির গভীরতা দাঁড়িয়েছে ৪০ ফুট। পানি উন্নয়ন বিভাগ ভাঙন এলাকায় ডাম্পিংয়ের জন্য ১৭ হাজার ৬৩৬টি জিও ব্যাগ বরাদ্দ দিয়েছে। একটি মাত্র ট্রলারের সাহায্যে বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে। এতে শুধু টাকার অপচয় হচ্ছে, ভাঙন রোধে কোন কাজেই আসছে না। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বণ্যানিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছে। বণ্যানিয়ন্ত্রন বাঁধ, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান থেকে যমুনা নদী কোথাও ১০ ফুট কোথাওবা ১৫ ফুট দুর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই স্থাপনাগুলো যে কোন সময় নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বণ্যানিয়ন্ত্রন বাঁধে আশ্রিতদের মাঝে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল হক টুকু, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, এসি ল্যান্ড মাহবুব হোসেন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিক ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। বেড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী ভাঙনরোধ প্রকল্পের সাইড ইঞ্জিনিয়র মোঃ ওসমান গনি জানান, চরপেঁচাকোলায় ভাঙনরোধ কাজে ১৭ হাজার ৬৩৬টি জিও ব্যাগ বরাদ্দ পাওয়া গেছে। জিও ব্যাগে বালু ভরে নদীতে ডাম্পিং করা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আরো বরাদ্দ চেয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলে ব্যাপক ভিত্তিতে ভাঙনরোধ করা হবে।
×