ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জীববিজ্ঞান সকল বিজ্ঞানের মূল

প্রকাশিত: ০০:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

জীববিজ্ঞান সকল বিজ্ঞানের মূল

বাকৃবি সংবাদদাতা ॥ জীবন না থাকলে বাকি বিজ্ঞানের ভাগগুলো থাকত না। জীববিজ্ঞান সকল বিজ্ঞানের মূল। বিজ্ঞানকে জানা তথা নিজেকে জানতে হলে সবার আগে অবশ্যই জীববিজ্ঞানকে জানতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জীববিজ্ঞান উৎসব উৎসবে এই কথা বলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান। শনিবার ময়মনসিংহ পাশ্ববর্তী টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা কিশোরগঞ্জ জেলা থেকে আগত প্রায় ৭০০ জন কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বর মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের প্রথম পর্বের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘন্টার বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের উৎসবের দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এসময় ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের সভাপতি অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়লের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, জীববিজ্ঞান উৎসবরের সভাপতি অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর কাজী হাসিবুদ্দিন আহমেদ। এসময় বক্তারা বলেন, এরকম প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করবে। উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণ করে প্রমাণ করেছে, পুরস্কার প্রাপ্তিই বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। জীববিজ্ঞান উৎসবের সহকারী সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক বলেন, বিজ্ঞানমনস্কতার অভাব আমোদের জাতীয় পশ্চাদপদতার অন্যতম প্রধান কারণ। দেশের বিজ্ঞানশিক্ষার বেহাল দশা জাতি হিসেবে আমাদেরকে আরও পেছনে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলার জন্য যে দীর্ঘমেয়াদী পদক্ষেপ দরকার তারই ধারাবাহিকতায় জীববিজ্ঞান উৎসবের সূচনা। অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিউশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ড. মো. সবিবুল হক প্রমুখ।
×