ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ২ হাজার ৮০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০২:৫৯, ১২ নভেম্বর ২০১৭

মির্জাপুরে ২ হাজার ৮০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে কৃষকদের মধ্যে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বোরো ধান, সরিষা ও সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৮০২ জন কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্র মতে, মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এ বছর বর্ষা ও দীর্ঘ মেয়াদী বন্যার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকার সহায়তা প্রদান করে। এ পর্যন্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪৫০ জন কৃষককে এক কেজি করে সরিষা, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমপিও সার দেয়া হয়। এছাড়া ৪০০ কৃষককে দুই কেজি করে ভুট্রা বীজ ও সার, ৫০ জনকে এক কেজি করে তিলের বীজ ও সার এবং দুই জনকে বেগুনের বীজ ও সার দেয়া হয়। এছাড়া কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৯০০ জন কৃষকের মধ্যে ৪৫০ জনকে পাঁচ কেজি করে বোরো ধানের বীজ, ৩০০ জনকে এক কেজি করে সরিষা বীজ, ১০০ জনকে দুই কেজি করে ভুট্টা, ৫০ জনকে আট কেজি করে খেসারি ডালের বীজ দেয়া হয়। একই সাথে প্রত্যেককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয় বলে জানা গেছে। উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান জানান, কৃষকদের মধ্যে বিরতণকৃত সামগ্রীর মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে। যা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এতে কৃষকেরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
×