ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে গ্রামবাসীদের পানি নিস্কাশন

প্রকাশিত: ০১:৪৯, ১৭ আগস্ট ২০১৭

মুন্সীগঞ্জে গ্রামবাসীদের পানি নিস্কাশন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজীপাড়ায় জলাবদ্ধতায় ডুবে থাকা একটি রাস্তার পানি নিস্কাশনের ব্যবস্থা করেছে গ্রামবাসী। গ্রামটির নতুন মাঠ থেকে চৌধুরী বাড়ির হয়ে বাঁশ বাগান পর্যন্ত সাতশ ফুট দীর্ঘ এই সড়কের অধিকাংশই বৃষ্টির পানি ছিল। প্রায় দুই মাস ধরে তাই এলাকাবাসী দুর্ভোগ চলছিল। সড়কটির শতাধিক পরিবারের প্রায় হাজার মানুষের চলাচলের এক মাত্র সড়ক এটি। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নারী ও বৃদ্ধদের ভোগান্তির মাত্রা বাড়তে থাকে খুব বেশি। এর আগে দুই দফায় নিজস্ব তহবিল সংগ্রহ করে এলাকাবাসী রাস্তাটিতে বালু ভর্তি বস্তা ফেলেও রেহাই পাচ্ছিলনা। জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আশ্বাসের বাইরে মিলেনা এই সমস্যা সমাধানের কোন পথ। দিনের পর দিন বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে ঘর বাড়ি ডুবার আশঙ্কায় রয়েছে এখানকার জনগন। তাই জলজট থেকে এই অঞ্চলের মানুষদের গুরুত্বপূর্ণ এই সড়কটি এবং ঘরবাড়ি রক্ষা করতে তৃতীয় বারের মতো একালাবাসী তহবিল সংগ্রহ করে পাইপ দিয়ে সাময়িকভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রামবাসী জসিম উদ্দিন দেওয়ান দুভোর্গ এবং গ্রামবাসীদের এই ভূমিকার চিত্র তুলে ধরে বলেন, সমস্যার স্থায়ী সমাধানে পৌর কর্তৃপক্ষের বাস্ততার নিরিখে ব্যবস্থা নেয়া জরুরি। পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন জানান, নানা কারণে এই জলবদ্ধতা তৈরী হয়। এই বিষয়ে স্থায়ীভাবে সমস্যা সমাধানে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
×