ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভোলায় জলবায়ু সহিষ্ণু বনায়ন ও বিকল্প জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:২৭, ৭ ডিসেম্বর ২০১৬

ভোলায় জলবায়ু সহিষ্ণু বনায়ন ও বিকল্প জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় জলবায়ু সহিষ্ণু অংশগ্রহণমূলক বনায়ন এবং বিকল্প জীবিকায়ন কার্যক্রমের আওতায় গাছ লাগান পরিবেশ বাঁচান শ্লোগান নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উত্তরণ এবং আরণ্যক ফাউন্ডেশন নামের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করেছে। বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, আরণ্যকের নির্বাহী পরিচালক মো: ফরিদ উদ্দিন। কর্মশালায় প্রকল্পের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকসহ সকল পেশাজীবী মানুষকে জলবায়ু মোকাবেলায় দক্ষ হয়ে উঠতে হবে। এর জন্য সরকারের টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন। এছাড়া কিভাবে বন ধ্বংস হয়। প্রভাবশালী কারা এর সাথে জড়িত ও বন বিভাগের ভূমিকা নিয়েও ব্যাপক আলোচনা হয়।
×