ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিধবার বাসা-মার্কেট দখলের পায়তারা

প্রকাশিত: ২২:৫৪, ২৪ জুলাই ২০১৬

শেরপুরে বিধবার বাসা-মার্কেট দখলের পায়তারা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ যুদ্ধাপরাধ চক্রের এক সদস্যের বিরুদ্ধে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নয়ানী বাজার এলাকায় এক বিধবার কয়েক কোটি টাকা মূল্যের বাসা ও মার্কেট দখল ও গ্রাসের পায়তারার অভিযোগ ওঠেছে। বিষয়টি লিখিতভাবে থানা পুলিশকে জানানো হলেও দখল আতঙ্কে ভুগছেন ওই অসহায় মহিলা। অন্যদিকে ওই ঘটনায় অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছে মহিলা পরিষদ। অভিযোগে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া শালদা এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর পূর্ব হতে শহরের নয়ানী বাজার এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সাড়ে ৯ শতাংশ ভূমির মধ্যে প্রায় ৯ শতাংশ ভূমির মধ্যেই ‘লুলু মার্কেট’ প্রতিষ্ঠা করে ভাড়ায় পরিচালনা এবং অবশিষ্টাংশে বাসা নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কিন্তু লুৎফে আরা বেগমের অসহায়ত্বের সুযোগ নিয়ে পাশের মার্কেটের মালিক সদর উপজেলার গণইভরুয়াপাড়া এলাকার মৃত মোজাহারুল হক ওরফে বেটু ডাক্তারের ছেলে মোঃ নুরুজ্জামান সম্প্রতি রেকর্ডমূলে ওই ভূমির মালিকানা দাবি করে বাসা ও মার্কেটের দখল ছেড়ে দেওয়ার তাগিদ দেন। এ ব্যাপারে দখল আতঙ্কে থাকা লুৎফে আরা বেগম অভিযোগ করে বলেন, নুরুজ্জামান একজন যুদ্ধপরাধী লোক। তার বিরুদ্ধে একাত্তরের যুদ্ধকালীন সময়ে অনেক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। আজ যখন তাদের শীর্ষ নেতাদের চূড়ান্ত বিচার হচ্ছে, ঠিক তখন তিনি পরিবারের অন্যান্য লোকজনদের নিয়ে আমার অসহায়ত্বের সুযোগে জাল কাগজপত্র সৃজন করে একতরফাভাবে বিআরএস রেকর্ড সংশোধন হাসিল করে আমার কয়েক কোটি টাকার সম্পদ মার্কেট ও বাসা বেদখল ও গ্রাসের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, নুরুজ্জামানের এক তরফা রেকর্ড কারেকশনের বিষয়ে আমার স্বামী মৃত্যুর পূর্বাহ্নে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে পুনঃবিচারের দাবিতে একটি মামলা দায়ের করে গেছেন, যা এখনও চলমান। অন্যদিকে প্রতিপক্ষ নুরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, বিআরএস রেকর্ডে সংশোধনমূলেই নুরুজ্জামান ওই মার্কেট-বাসার জমি দাবি করছেন।
×