ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে এলাকাবাসীর সচেতনতায় বন্ধ হলো বাল্যবিয়ে

প্রকাশিত: ০২:০১, ১০ জুলাই ২০১৬

বরিশালে এলাকাবাসীর সচেতনতায় বন্ধ হলো বাল্যবিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খাবার দাবারের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বরপক্ষও ৩৫জন বরযাত্রী নিয়ে এসেছেন কনের বাড়িতে। এমনি সময় ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ লিগ্যাল এইডের প্রতিনিধি। পরবর্তীতে লিখিত মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাল্যবিবাহ মুক্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামে। জানা গেছে, ওই গ্রামের ওয়ারেজ হাওলাদারের কন্যা ও রমজানকাঠী গ্রামবাংলা বিদ্যাপিঠের নবম শ্রেনীর ছাত্রী লিজা আক্তারের (১৬) অমতে তার পরিবারের সদস্যরা পাশ্ববর্তী উজিরপুর উপজেলার মাদারশী গ্রামের মোতালেব খলিফার পুত্র হাসান খলিফার সাথে বিয়ে ঠিক করেন। সে অনুযায়ী রবিবার বিয়ের দিন ধার্য করা হয়। ওইদিন দুপুরে বরপক্ষ ৩৫জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন। এলাকাবাসী বিষয়টি মাদারীপুর লিগ্যাল এইডের প্রতিনিধি মো. আব্দুল আলীমকে অবহিত করেন। তিনি (আলীম) জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বিষয়টির খোঁজখবর নিয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার মো. তারেকুল ইসলাম তারেক, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহজাহানকে সাথে নিয়ে কনের বাড়িতে হাজির হন। পরবর্তীতে উভয় পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা রেখে তারা বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন।
×