ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশ ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: ২৩:৪০, ৫ ডিসেম্বর ২০১৫

চুয়াডাঙ্গায় পুলিশ ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা সদর থানার সামনে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার এসআই পিয়ার আলি বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে ৬০/৭০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। মামলায় কাদের নাম রয়েছে জানা না গেলেও আসামি হয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মিরা। মামলায় বলা হয়েছে, পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পর ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মিদের সাবধানে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সারাদিন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নের্তৃত্বে বিজিবি-পুলিশের সম্বনয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে।
×