ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

প্রকাশিত: ২১:৪৫, ২১ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ আগামী ২৮ নবেম্বর পুলিশের মহা পরিদর্শক( আইজিপি) মো. শহীদুল হক এর আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের এক মত বিনিময় সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক বছরে জেলার বিভিন্ন স্থান থেকে ৭১জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার, ৬১টি আগ্নেয়া¯্র, ১৭৭ রাউন্ড গুলি ও গুলির খোসাসহ ৮০জন, ৫৫লাখ ৬৬ হাজার ২১৫টাকা মূল্যমানের মাদক দ্রব্য জব্দ, ২৭৯টি মামলার ৩৮৭জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। এক হাজার ৪৭১টি মোটর সাইকেল রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের প্রায় দু’কোটি ৯৫লাখ ৪১হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এর মাধ্যমে এক সময়ের আতংকিত জনপদে বর্তমানে জেলার খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণের ঘটনা অনেকাংশে কমে গেছে।
×