ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

ভারতে ফোন করলে আসছে করোনাভাইরাস বার্তা

প্রকাশিত: ০৭:৩৮, ২১ মার্চ ২০২০

 ভারতে ফোন করলে আসছে করোনাভাইরাস বার্তা

প্রতিটি ফোন কল শুরু হওয়ার আগে করোনাভাইরাস নিয়ে ৩০ সেকেন্ডের সতর্কতামূলক বার্তা দিচ্ছে ভারতের বেশ কয়েকটি মোবাইল অপারেটর। এসব ফোন কোম্পানির মধ্যে জিও, বিএসএনল ও ভোডাফোন রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। কাউকে ফোন করলে প্রথমে কাশির শব্দ শোনা যাচ্ছে, এরপর আসছে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কমূলক বার্তা। এই ভাইরাস কী, উপসর্গ কী কী এবং এর থেকে সুরক্ষিত থাকতে কী কী করতে হবে তা বলা হচ্ছে। এই বার্তা শুধু যিনি ফোন করছেন তিনিই শুনতে পাচ্ছেন। বিবিসির দিল্লী ব্যুরো অফিসের সাংবাদিক কিঞ্জাল পান্ডে জানিয়েছেন, সপ্তাহখানেক আগে এটা শুরু হয়েছে। ‘উপসর্গগুলো কী কী এবং সেগুলো দেখা দিলে কী করতে হবে, সে বিষয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও উপকার করবে এটা।’ তবে করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন অনেকের মধ্যে এটা ‘আরও কিছুটা আতঙ্ক’ তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।
×