ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মসজিদে হিন্দু বিয়ে!

প্রকাশিত: ১০:২৮, ২১ জানুয়ারি ২০২০

 মসজিদে হিন্দু বিয়ে!

ভারতের কেরল রাজ্যের চেরুভালি এলাকার মুসলিম জামাত মসজিদে এবার এক দরিদ্র হিন্দু নারীর বিয়ে হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই মসজিদের ভেতরে বিয়ের আয়োজন হয়েছে। শুধু তাই নয়, নববধূকে ১০ স্বর্ণমুদ্রা ও দুই লাখ রুপী উপহার দিয়েছে মসজিদ কমিটি। গোলাপি-সোনালি শাড়ি পরে নববধূ ও বরের পরণে দক্ষিণী ঐতিহ্যবাহী সাদা শার্ট আর মুন্ড ছিল। সামনে সাজানো ছিল বিয়ের উপাচার। হিন্দু বিয়ের প্রতিটি আচার মেনে চার হাত এক হলো অঞ্জু-শরতের। আর সাক্ষী থাকতে মসজিদ চত্বরে ভিড় জমান নানা ধর্ম ও শ্রেণীর মানুষ। বিয়ের অনুষ্ঠান চলে বেলা ১১টা ৩০মিনিট থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত। তারপর প্রীতিভোজ। হিন্দু-মুসলিম নির্বিশেষে হাজার হাজার আমন্ত্রিত অতিথি দক্ষিণী নিরামিষ খাবার খেয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন। মসজিদ কমিটির সহযোগিতায় অভিভূত নবদম্পতি। রাজ্যে সম্প্রীতির নজির তুলে ধরে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইটারে লিখেছেন, এটিই কেরলের ঐক্যের চিত্র। জানা গেছে, দুবছর আগে স্বামীকে হারিয়ে বিন্দু নামে এক হিন্দু নারী কোন রকমে তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছিলেন। তার মেয়ে অব্ধুর বিয়ে দেয়ার মতো অর্থের ব্যবস্থা না করতে পেরে প্রতিবেশী নিজামউদ্দিন আলুমুত্তিলের সহায়তা নেন। নিজামউদ্দিনই বিন্দুকে জামাত কমিটির কাছে যাওয়ার পরামর্শ দেন। মসজিদ কর্তৃপক্ষ কি হিন্দু মেয়ের বিয়েতে সাহায্য করতে রাজি হবে? মনে এমন দ্বিধা নিয়েই জামাত কমিটির দ্বারস্থ হন বিন্দু।-ইন্ডিয়া টাইমস
×