ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে বাল্যবিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিল বর

প্রকাশিত: ০২:২৬, ৭ ডিসেম্বর ২০১৯

 মির্জাপুরে বাল্যবিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিল বর

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে বাল্যবিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে জাহিদ হাসান নামে এক বর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে। ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক এই জরিমানা আদায় করেন বলে জানা গেছে। বর জাহিদ হাসানের বাড়ি উপজেলার লতিফপুর গ্রামে। তার পিতার নাম লোকমান হোসেন। জানা গেছে, শুক্রবার রাতে বরাটি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক ঘটনাস্থল বিয়ে বাড়ি গিয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তুতি নেয়ায় বর জাহিদ হাসানকে ৫০ হাজার জরিমানা করেন এবং বিয়ে বন্ধ করে দেন। পরে বাল্যবিয়ে না করার শর্তে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। এ সময় ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
×