ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নরসিংদীর মনোহরদীতে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: ০২:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নরসিংদীর মনোহরদীতে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

ষ্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ছিনতাইয়ের পরিকল্পনাকালে ৪ ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) -কে আটক করেছে মনোহরদী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলার চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে ১টি প্রাইভেটকার, ডিবি পুলিশের পোশাক, ২টি খেলনা পিস্তল ও ১টি ওয়াকিটকিসহ ৪ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। আটককৃতরা হলো: কুড়িগ্রামের শফিকুল ইসলাম (৩৫), বরিশালের দেলোয়ার হোসেন (৪৫), ফেনীর ইব্রাহিম (২৭) ও কুমিল্লার মুমিন (৪৫)। থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া জানান, ইতিপূর্বে অগ্রনী ব্যাংক মনোহরদী বাজার শাখা থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি পুলিশের গোচরীভূত হওয়ার পর এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে চালাকচর ইউপি চেয়ারম্যান কর্তৃক দেয়া একটি সংবাদের ভিত্তিতে নরসিংদী থানা পুলিশ উল্লেখিত ৪ ভুয়া পুলিশকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি খেলনা পিস্তল, ডিবি পুলিশের পোশাক ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা দায়ের হয়েছে।
×