ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফারুকীর চলচ্চিত্রে পরমব্রত

প্রকাশিত: ০৬:৪৯, ৭ জানুয়ারি ২০১৮

ফারুকীর চলচ্চিত্রে পরমব্রত

স্টাফ রিপোর্টার ॥ অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ চলচ্চিত্রের রেশ কাটতে না কাটতেই মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। চলচ্চিত্রের নাম ‘শনিবার বিকেল’। ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি গত বছর। এ সময়ই তার নতুন চলচ্চিত্রের খবর আসে। জানা যায়, ফারুকীর নতুন চলচ্চিত্রে কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। সঙ্গে বরাবরের মতো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা তো থাকছেনই। চলচ্চিত্রের নাম বলেছিলেন ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সম্প্রতি জানালো আরেক চমকের কথা। উন্মোচন করলো অভিনেতা জাহিদ হাসানের মুখভর্তি দাড়ি রহস্যও। জানা গেল ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের জন্যই তার এই ভিনদশা। শুক্রবার ৫ জানুয়ারি পর্যন্ত ফারুকীর নতুন এই মিশনের স্কোয়াড’ সাজানো ছিল এমনই, জাহিদ-তিশা-ইয়াদ হুরানি। তবে এদিন রাতে বিশ্বস্ত সূত্রে খোঁজ পাওয়া গেল আরেকটি বিশেষ নাম, যা যোগ হয়েছে এই স্কোয়াডে। চলচ্চিত্রের জন্য এর মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। খবরটি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়াসহ বেশ কয়েকটি সূত্র। পরমব্রত এ চলচ্চিত্রে পলাশ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। নতুনরূপে এ চলচ্চিত্রে হাজির হচ্ছেন পরমব্রত। এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক আব্দুল আজিজ জানান, গেল বছরের ৩০ ডিসেম্বর থেকে চলচ্চিত্রের মহড়া শুরু হয়। আর শূটিং শুরু হয় শুক্রবার থেকে ঢাকার কোক স্টুডিওতে। জানা যায়, বাংলাদেশ, ভারত আর ফিলিস্তিনের এই ত্রিমাত্রিক স্কোয়াড নিয়ে অনেকটা অগোচরেই পুরো কাজটি শেষ করতে চান পরিচালক। সবকিছু গুছিয়ে উঠে বিস্তারিত জানাবেন মিডিয়াকে। চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল, জার্মানির টেনডেম প্রোডাকশন্স। আরও থাকছেন ভারতের শ্যাম সুন্দর দে।
×