ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মতিঝিল থিয়েটারের প্রযোজনায় মঞ্চে আসছে ‘শ্রীমতি ভয়ংকরী’

প্রকাশিত: ০৭:০৪, ৩ সেপ্টেম্বর ২০১৫

মতিঝিল থিয়েটারের প্রযোজনায় মঞ্চে আসছে ‘শ্রীমতি ভয়ংকরী’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী নাট্যদল ‘মতিঝিল থিয়েটার’। দীর্ঘ বছরের পথচলায় সাময়িক বিরতির পর আবারও মঞ্চনাটকে স্বরূপে ফিরে আসছে। এরই ধারাবাহিকতায় প্রবীণ এবং একদল নতুন উদ্যমী নাট্যকর্মী নিয়ে নতুনভাবে আসছে শিগগীরই। তাদের অন্যতম নাটক ‘শ্রীমতি ভয়ংকরী’ দিয়েই আবারও মঞ্চে সরব হওয়ার দৃঢ় প্রত্যয় দলটির। আগামী ১১ সেপ্টেম্বর জহির রায়হান সংস্কৃতি মঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি। জাহিদ বাবুলের নির্দেশিত এই নাটকটির সেই সময়ের সহ-নির্দেশক নাজমুল হাসান শুভ নাটকটির নির্দেশনা দিচ্ছেন। উইলিয়াম শেক্সপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রু’ অবলম্বনের নাট্যরূপ দিয়েছেন গৌতম রায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন প্রলয়, নাজমুল হাসান, দোলন, পিয়া, শারমিন, সোহেল, কানন, জাফর, স্বপন, সাঈদ, নিলয় ও নয়ন থিয়েটারের নবীন প্রবীণ সদস্যরা। নাটকের আলোক পরিকল্পনা রয়েছেন শরীফ, মঞ্চ মনির এবং মিউজিক পরিকল্পনা বাপ্পী ও শুভ। পোশাক পরিকল্পনায় রয়েছেন পিয়া। প্রসঙ্গত, নিদের্শক শুভর সাংস্কৃতিক জগতে যাত্রা নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার ও আবৃত্তির দল কণ্ঠমালার মধ্য দিয়ে। এরপর প্রায় ১৬ বছর ধরে মতিঝিল থিয়েটারের সঙ্গে রয়েছেন নির্দেশক শুভ। ১৯৯৮Ñ৯৯ সালে দিকে, দলে মতিঝিল থিয়েটারে যুক্ত হোন। এ দলের হয়ে ‘নায়কের সন্ধানে’, ‘সমর্পণ’, ‘শ্রীমতি ভয়ংকরী’, ‘বিবি বৃত্তান্ত’, ‘রাক্ষস’, ‘গহীন অরণ্য’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। পাশাপাশি প্রথম নির্দেশনা দেন মলিয়রের নাটক থেকে রবিউল আলমের অনুবাদ করা ‘বিবি বৃত্তান্ত’ নাটকে। এছাড়া, সংগঠনের পথ নাটক ‘খেলুড়ে’ ও ছিল তার নির্দেশনায়। এরপর গড়ে তোলেন ‘নাট্যপ্রয়াস’। এ দলে তার নির্দেশনায় মঞ্চে আসে মনোজ মিত্রের নাটক ‘দম্পতি’। এরপর দলের অন্যতম প্রযোজনা রবিউল আলমের ‘নিঃসঙ্গ নিরাময়’ নাটকে রবিউল আলমের সঙ্গে সহযোগী নির্দেশক ছিলেন। কিছুটা সময় বিরতির পর আবারও মতিঝিল থিয়েটারের ‘শ্রীমতি ভয়ংকরী’ নাটক নির্দেশনা দিচ্ছে। অভিনেতা নির্দেশক নাজমুল হাসান শুভ সবার ভালবাসায় আরও এগিয়ে যাবেন তার লক্ষ্যে।
×