ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাঁশ দিয়ে ব্যারিকেড দিলেন

প্রকাশিত: ০৭:৫৮, ৭ এপ্রিল ২০২০

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাঁশ দিয়ে ব্যারিকেড দিলেন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও বাজার থেকে মাধাইশুর গ্রাম পর্যন্ত রাস্তাটিকে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছে এলাকার যুবকেরা। রাস্তাটির প্রবেশদ্বারে হাত ধোয়ার সাবান ও জীবাণু নাশক স্প্রে করার ব্যবস্থা রেখেছেন তারা। এতে করে ১৫টি বাড়ির প্রায় ১০০ পরিবারের লোকজনের যাতায়াত শিথিল করা হয়েছে। যাতে কেউ বিনা কারনে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থান করেন। স্থানীয় যুবকরা প্রায় এক কিলোমিটার রাস্তায় জীবাণুনাশক স্প্রে করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজুল ইসলাম রাকীব, শেখ তুষার আহমেদ,মোঃ হানিফ সরদার, শিবলু সেন, অমিত রায়, মোঃ আলিনুর, মোঃ সাইফুল ইসলাম সাইমুন। বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
×