ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে করোনা ভাইরাসের আতংকে ক্রেতা শূন্য পাইকারি হাট

প্রকাশিত: ০১:৫৬, ৭ এপ্রিল ২০২০

দাউদকান্দিতে করোনা ভাইরাসের আতংকে ক্রেতা শূন্য পাইকারি হাট

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ করোনাভাইরাসের প্রভাবে দাউদকান্দি উপজেলার পুরাতন ফেরিঘাটে প্রতিদিনের ন্যায় তিতা করলার পাইকারি হাট বসলেও ক্রেতা শূন্য থাকায় পাইকারি আড়ৎদাররা পড়েছে চরম বিপাকে। আজ মঙ্গলবার পুরাতন ফেরিঘাটের তিতা করলার পাইকারি হাটে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের ন্যায় ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলার ক্রেতারা কয়েক’শ মন তিতা করলা পাইকারি কিনতে আসলেও করোনাভাইরাসের প্রভাবে আসতে না পেরে তিতা করলা বিক্রি করতে হিমশিস খাচ্ছে পাইকারি আড়ৎদাররা। পাইকারি আড়ৎদার চেঙ্গাকান্দি গ্রামের সবুজ সরকার, দোনারচর গ্রামের ঈসমাইল হোসেন জানান, আগে কেজি প্রতি ২০/২৫ টাকা পাইকারি দরে বিক্রি করলে ও এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪/৫ টাকা । এদিকে চরবটেরা গ্রামের কৃষক জহির হোসেন, চর কাঁঠালিয়া গ্রামের তারা মিয়া ও গঙ্গাপ্রসাদের মহসিন সরকার জানায়, জমি থেকে তিতা করলা তুলে বস্তা করে দাউদকান্দি পুরাতন ফেরিঘাটে ট্রলার যোগে আনতে ২’শত টাকা ও ঘাটের খাজনা, লেবার খরচসহ ৩/৪’শত টাকা খরচ হয়। তারপরে ও যদি পাইকারি ক্রেতা না আসে আমাদের মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে।
×