ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৫০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

প্রকাশিত: ০৬:১৮, ৪ এপ্রিল ২০২০

১৫০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ প্রয়োজনে ঘরের বাহিরে আসা সর্বসাধারনের জন্য উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মসজিদ মন্দিরসহ ১৫০টি গুরুত্বপূর্ন স্থানে নিজ উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা করছেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির। জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হবে তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এ কর্মসূচির উদ্বোধণ করেন। উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোঁয়া। তাই জরুরী প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হবে তাদের সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন এসবস্থানে নতুন সাবান ও পানি সরবরাহ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের খাদ্যসামগ্রী উপজেলার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানী, রিকসা চালক ও অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপজেলার বিভিন্ন হাট ও বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সচেতনতা বৃদ্ধির জন্য সর্বসাধারনের মাঝে লিফলেট, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রয়েছে কিনা তা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি পর্যবেক্ষন করছেন।
×