ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা নয়, ফিটনেস নিয়েই বেশি চিন্তিত ফুটবলাররা

প্রকাশিত: ০৯:২৩, ৩ এপ্রিল ২০২০

করোনা নয়, ফিটনেস নিয়েই বেশি চিন্তিত ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসের চেয়ে ফুটবলাররা বেশি চিন্তিত নিজেদের ফিটনেস ধরে রাখতে। সেই চ্যালেঞ্জে ব্যক্তিগত আর ক্লাব কোচদের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন সাদ উদ্দিন, মোস্তাকরা। এদিকে অপ্রত্যাশিত ছুটি আবার সুযোগ করে দিয়েছে ফাহাদ ও জনিকে। দীর্ঘসময় ইনজুরিতে থাকা এই দুই ফুটবলার রিকভারি সেশন করে প্রস্তুত করছেন নিজেদের। অনিশ্চয়তা আর চার দেয়ালের মাঝে বন্দী ক্রীড়াবিদরা। পুরো বিশ্বের মতো ঘরোয়া করোনায় আক্রান্ত দেশের ক্রীড়াঙ্গনও। অলস দুপুর, বছরজুড়ে ব্যস্ত থাকা ফুটবলারদের পরিবারকে সময় দেয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে এখন অফুরন্ত অবসর ফাহাদ, মোস্তাক জনিদের। দীর্ঘসময় ইনজুরিতে বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও মাশুক মিয়া জনি। কিংসের মতো জাতীয় দলও সার্ভিস পাচ্ছে না এই দুই মিডফিল্ডারের। তবে করোনা ভাইরাস মহামারীতে সব স্থবির হলেও থেমে নেই তারা। মাঠে ফিরতে মরিয়া নিজেদের তৈরি করছেন ফাহাদ-জনিরা। সরকারের নির্দেশনায় সামাজিক দূরত্ব মেনেই নিজেদের তৈরি করছেন ফুটবলাররা। তাইতো কখনও বাড়ির ছাদে, কখনও আবার লড়াইয়ের ময়দান বিস্তীর্ণ বালি-তট। মাঠের লড়াই আপাতত অনিশ্চয়তায়। কিন্তু নিজেদের সঙ্গে নিজেদের লড়াইটা ঠিকই করে যাচ্ছেন জাতীয় বীররা। সুদিনের অপেক্ষায় ফুটবলাররা। হয়তো এই মহামারী কাটিয়ে একদিন ফিরবেন মাঠে। কিন্তু আপাতত পরিবারের সঙ্গে অবসরটা উপভোগ করছেন সবাই।
×