ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হদিস মিলছে না দুই হাজার প্রবাসীর

প্রকাশিত: ০৮:৫৩, ৩ এপ্রিল ২০২০

 রাজশাহীতে হদিস  মিলছে না দুই  হাজার প্রবাসীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গত এক মাসে রাজশাহী এসেছেন প্রায় তিন হাজার প্রবাসী। এর মধ্যে প্রায় এক হাজার জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। কিন্তু বাকি দুই হাজার প্রবাসীর হদিস নেই। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার থেকে এ কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনীও। রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, মার্চ মাসেই দুই হাজার ৯৫৯ জন বিভিন্ন দেশ থেকে রাজশাহী এসেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৩৭ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বাকি ১ হাজার ৯২২ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তারা কোথায় কি ভাবে থেকেছেন বা আছেন তা জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বাস্থ্যকর্মীরা। জেলা প্রশাসক জানান, বিদেশফেরত যাদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল তাদের মধ্যে ৫৮৯ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। তবে রাজশাহীতে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বিদেশফেরত প্রবাসীদের পাসপোর্টের যে স্থায়ী ঠিকানা দেয়া আছে সেই ঠিকানাগুলোতে খোঁজ নিয়ে দেখেছি তারা কেউ সেখানে যাননি। তারা হয়তো দেশের অন্য কোথাও আছেন। তারা যদি দেশের অন্য কোথায় অবস্থান করেন তবে হয়তো সেখানেই হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি আরও বলেন, সরকার থেকে বারবার বলা হচ্ছে যারা পাসপোর্টের ঠিকানায় অবস্থান করছেন না, তারা জরুরীভাবে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যারা আসেননি তাদের বিষয়ে আমরা এখনও ব্যবস্থা নিতে পারছি না। তবে রাজশাহীতে যারা এসেছেন তাদের বিষয়ে আমরা শতভাগ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। এখন পর্যন্ত রাজশাহী নিরাপদ আছে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।
×