ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপন্ন প্রাণীর আনাগোনা

প্রকাশিত: ১০:৩২, ৩০ মার্চ ২০২০

বিপন্ন প্রাণীর আনাগোনা

করোনা মোকাবেলায় সারাবিশ্ব লকডাউনের কবলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন হৃদয়বিদারক খবর আসছে তখন দেখা যাচ্ছে জনপদে ফিরে আসছে বিপন্ন পশুপাখিদের আনাগোনা। শহরে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ, নীলগাই, বিরল প্রজাতির সিভেট, ভাম সবজির বাজার পরিদর্শন করে যাচ্ছে। উড়িষার সমুদ্র সৈকতে নিশ্চিন্তে আর নিভৃতে ডিম পাড়ছে লাখ লাখ অলিভ রিডলে কচ্ছপ। করোনায় বিধ্বস্ত ইতালির ভেনিসের সমুদ্রতীরে বিশাল ক্রুজ শিপগুলো এখন আর এসে ভিড়ছে না, খালেও নেই গন্ডোলার ‘ট্র্যাফিক জ্যাম’। ফলে ভেনিসের লেকগুলোতে আবার ডলফিন ও রাজহাঁস খেলে বেড়াচ্ছে। নাগরিক দৃশ্যপট থেকে যে পশুপাখিরা বহুদিন আগে হারিয়ে গিয়েছিল তারা যেন আবার নিজেদের জায়গা ফিরে এসেছে তারা। রাস্তায় গাড়িঘোড়া নেই, মানুষের চলাচল নেই, দোকানপাট বন্ধ- কাজেই পশুপাখিরা আবার নিজেদের পুরনো আবাসস্থলে ফিরে যাচ্ছে। আর শুধু পশুরাই নয় পাখিরাও নিজেদের পুরনো এলাকায় ফিরে আসার ক্ষেত্রে এতটুকুও পিছিয়ে নেই। মেট্রো শহরের বাসিন্দারাও জানাচ্ছেন, গত কয়েকদিনে তারা নিজেদের বাড়িতে বসেই এমন সব পাখি দেখেছেন বা পাখির ডাক শুনেছেন- যা আগে কখনও ঘটেনি। তাদের এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। -ইন্ডিয়া টাইমস
×