ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে এক প্রিন্টিং কারখানার গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৬:১৬, ২৮ মার্চ ২০২০

গাজীপুরে এক প্রিন্টিং কারখানার গুদামে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার এক প্রিন্টিং কারখানার পরিত্যাক্ত মালামালের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মামুন উর রশিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকাস্থ এসোসিয়েট প্রিন্টিং (প্রাইভেট) লিমিটেড নামের কারখানার ছাদে থাকা পরিত্যাক্ত মালামালের গুদামে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। আগুন মুহুর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল ষ্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ওই গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথািমকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ এ কারখানাটির পাশর্^বর্তী ভবন থেকে ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডে সূত্রাপাত হয়।
×