ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে এক লাখ ৭০ হাজার কোটি রুপীর আর্থিক প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ০৭:২৭, ২৮ মার্চ ২০২০

 ভারতে এক লাখ ৭০ হাজার কোটি রুপীর আর্থিক প্যাকেজ  ঘোষণা

ভারতে করোনাভাইরাস পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া অর্থনীতি সামাল দিতে ১ লাখ ৭০ হাজার কোটি রুপীর আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার দিল্লীতে এক সাংবাদিক বৈঠকে সীতারামন জানান, দেশের গরিব মানুষদের জন্য সরকার এ সময় নগদ অর্থ এবং খাবারে ভর্তুকি দেবে। খবর ওয়েবসাইটের। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এ প্যাকেজের ফলে ৮০ কোটি মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে এনডিটিভি। গরিব কল্যাণ প্রকল্পে এতদিন এ বিপুলসংখ্যক মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। আগামী ৩ মাস অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম পাবেন তারা।
×