ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে রাইফেল গুলি ও গান পাউডার উদ্ধার

প্রকাশিত: ০২:০৩, ২০ মার্চ ২০২০

নড়াইলে রাইফেল গুলি ও গান পাউডার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেলসহ শর্টগানের ৩টি কার্তুজ, থ্রি নট থ্রি রাইফেলের ৮টি গুলি এবং গান পাউডার উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ওসি (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস, এসআই আতিকুজ্জামানসহ একদল পুলিশ লাহুড়িয়ার দক্ষিণ ডহরপাড়ার রজত মোল্যার ছেলে বাকা মোল্যা ওরফে কালা মোল্যার একতলা বিশিষ্ট বাড়ির ছাঁদে (চিলে কোঠা) রাখা কবুতরের খোপ (ঘর) থেকে একটি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল সহ শর্টগানের ৩টি কার্তুজ ও থ্রি নট থ্রি রাইফেলের ৮টি গুলি এবং একশ গ্রাম গান পাউডার উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকা মোল্যা ওরফে কালা মোল্যা পালিয়ে যায়। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত আমানউল্লাহ আল বারী জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকা মোল্যা ওরফে কালা মোল্যাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
×