ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কর্পোরেট ব্যাডমিন্টন ফেস্ট সমাপ্ত

প্রকাশিত: ০৯:২৫, ১৪ মার্চ ২০২০

বঙ্গবন্ধু কর্পোরেট ব্যাডমিন্টন ফেস্ট সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কর্পোরেট ব্যাডমিন্টন ফেস্ট-২০২০ আরডি স্পোর্টস-এর আয়োজনে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বেক্সিমকো কমিউনিকেশনস লিঃ-এর পৃষ্ঠপোষকতায় গত ১২ তারিখ হতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়। আজ চূড়ান্ত খেলাসমূহ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএস ফয়সাল হায়দার, বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড-এর উপদেষ্টা ভ্লাদিমির বেলায়েভ, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, আমরানেট-এর সহকারী মহা ব্যবস্থাপক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। পুরুষ এককের ফাইনালে ইয়াসির (বেক্সিমকো কমিউনিকেশনস লিঃ) ২১-৯ ও ২১-১৮ পয়েন্টে সালামকে (বেক্সিমকো কমিউনিকেশনস লিঃ), পুরুষ দ্বৈতের ফাইনালে ইয়াসির/সালাম (বেক্সিমকো কমিউনিকেশনস লিঃ) ২১-১৫ ও ২১-১৩ পয়েন্টে উৎস/জিসানকে (এসটিবিএল), পুরুষ দ্বৈত ৪০ উর্ধ্বে শাহরিয়ার/আশিক (ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লিঃ) ২২-২০ ও ২১-১৩ পয়েন্টে মাহবুব/সাব্বিরকে (ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি) , পুরুষ দ্বৈত ৪৫ উর্ধ্বে উৎস/হারুন (এসটিবিএল) ২১-১৮ ও ২১-১৭ পয়েন্টে শাহরিয়ার/সাইদুরকে (ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লিঃ) হারিয়ে শিরোপা জেতেন। উল্লেখ্য, উক্ত কর্পোরেট ব্যাডমিন্টন ফেস্ট এ ২১টি কর্পোরেট অফিস থেকে মোট ৪টি ইভেন্টে ৪৫টি দল অংশগ্রহন করে।
×