ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নারী ফুটবল লীগে বসুন্ধরা-কাচারিপাড়ার বড় জয়

প্রকাশিত: ০৮:০৯, ৯ মার্চ ২০২০

নারী ফুটবল লীগে বসুন্ধরা-কাচারিপাড়ার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ফুটবল লীগে সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দুই ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়েছে বসুন্ধরা কিংস এবং জামালপুর কাচারিপাড়া একাদশ। প্রথম ম্যাচে বসুন্ধরা ৬-০ গোলে হারায় কুমিল্লা ইউনাইটেড ক্লাবকে। টানা চার ম্যাচেই জিতলো শিরোপাপ্রত্যাশী বসুন্ধরা। শুধু তাই নয়, এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে ক্লাবটি। করেছেও সবচেয়ে বেশি গোল (৪০টি)। সোমবারের জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো তারা। ম্যাচের ২১ মিনিটে রিপার গোলে লিড নেয় বসুন্ধরা (১-০)। ৩৮ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন সাবিনা খাতুন। এরপর ৪৯ ও ৬০ মিনিটে মারিয়া মান্দার জোড়া গোলে ৫-০ তে এগিয়ে যায় বসুন্ধরা। ৭৩ মিনিটে তহুরা খাতুনের গোলে জয় নিশ্চিত হয় কিংসদের। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশের মুখোমুখি হয় বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। ৩৭ মিনিটে আনিকার গোলে ম্যাচে লিড নেয় জামালপুর (১-০)। এরপর জান্নাত ইসলাম (৪১ ও ৪৪ মিনিট) তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করলে ৩-০ তে এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে ছোঁয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। ইনজুরি টাইমে (৯০+৩) মিনিটে আনোয়ারার হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জান্নাত। এই গোল দিয়ে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন এই ফুটবলার (৫-০)। সহজ জয়ে মাঠ ছাড়ে জামালপুর। এই দুই ম্যাচ দিয়ে শেষ হলো লীগের চতুর্থ রাউন্ডের খেলা। লীগের প্রথম পর্বে মোট ৭ রাউন্ডের খেলা হবে। সূচী অনুযায়ি আগামী ২৫ মার্চ শেষ হবার কথা রয়েছে নারী লীগের প্রথম পর্ব।
×