ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরো একটি মাইলফলকের সামনে কোহলি

প্রকাশিত: ০৭:২৭, ২৮ জানুয়ারি ২০২০

আরো একটি মাইলফলকের সামনে কোহলি

অনলাইন ডেস্ক ॥ তার ব্যাটে রেকর্ড কথা বলে! ব্যাপারটা হয়ে গেছে এমন— হয় রেকর্ড ভাঙতে যাচ্ছেন, কিংবা নতুন কোনও রেকর্ড গড়লেন তিনি। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বিরাট কোহলি যেন আরও ভয়ংকর। অল্প সময়ের মধ্যে প্রাপ্তির খাতায় যোগ করেছেন অসংখ্য অর্জন। এই যেমন তাকে হাতছানি দিয়ে ডাকছে আরেকটি কীর্তি। মাত্র ২৫ রান করতে পারলেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে পেছনে ফেলবেন পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ২-০ এগিয়ে থাকা ভারত। হ্যামিল্টনের ম্যাচটি জিতলে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেবে সফরকারীরা দুই ম্যাচ হাতে রেখেই। আর এ ম্যাচেই ২৫ রান করলে অধিনায়ক কোহলি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান করা অধিনায়কের তালিকায় তৃতীয় স্থানে উঠে যাবেন ধোনিকে সরিয়ে। এই মুহূর্তে ১ হাজার ৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে কোহলি। তার ওপরে থাকা ধোনি অধিনায়ক হিসেবে করেছেন ১ হাজার ১১২ রান। তবে হ্যামিল্টনের ম্যাচে সাবেক অধিনায়ককে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে। তখন ওপরে থাকবেন শুধু নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (১ হাজার ১৪৮) ও শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি (১ হাজার ২৭৩)। একসঙ্গে আরেকটি রেকর্ডও ডাকছে কোহলিকে। আর একটি ৫০ ছাড়ানো ইনিংস খেলতে পারলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করা তালিকায় শীর্ষস্থানটা তিনি ভাগাভাগি করবেন ডু প্লেসি ও উইলিয়ামসনের সঙ্গে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ৫০টি ছক্কা মারার মাইলফলক থেকেও খুব একটা দূরে নেই কোহলি। এই কীর্তিটি এখন আছে শুধু ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। অধিনায়ক কোহলি ওভার বাউন্ডারির ‘ফিফটি’ থেকে ৭ ছক্কা দূরে। নিউজিল্যান্ড সফরটা দারুণ কাটছে ভারতের। প্রথম ম্যাচে কিউইদের করা ২০৩ রানও তারা টপকে যায় এক ওভার হাতে রেখে। ৬ উইকেটের জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে জিতেছে ৭ উইকেটে।
×