ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শর্তসাপেক্ষে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত সৌদি আরব

প্রকাশিত: ০০:০৯, ২৩ জানুয়ারি ২০২০

শর্তসাপেক্ষে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত সৌদি আরব

অনলাইন ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরানের আলোচনার প্রস্তাবে সৌদি আরব জানিয়েছে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে প্রস্তুত তারা। বুধবার বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রয়টার্সকে বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটা নির্ভর করছে ইরানের ওপর। সুন্নিপন্থী সৌদি আরব ও শিয়াপন্থী ইরান দুই দেশই মধ্যপ্রাচ্যের পরাশক্তি। ধর্ম ও রাজনৈতিক বিভেদের কারণে প্রায়ই মুখোমুখি অবস্থানে থাকে দেশ দুটি। সম্প্রতি ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ছায়াযুদ্ধে রয়েছে সৌদি আরব ও ইরান। বুধবার উত্তেজনা নিরসনেসৌদি আরবকে আলোচনায় বসার আহ্বান জানায় ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেন, ‘ইরান ও তার প্রতিবেশী সৌদি আরবের মধ্যে সম্পর্ক তেহরান আর ওয়াশিংটনের সম্পর্কের মতো হওয়া উচিত নয়। নিজেদের সমস্যা সমাধানে রিয়াদ ও তেহরানের যৌথভাবে কাজ করা উচিত।’ তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনও আলোচনার আগে ইরানকে আসলে তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। তবেই্ আমরা আলোচনায় বসবো। এছাড়া অ্যামাজন প্রধান জেফ বেজেসর ফোন হ্যাক নিয়ে সৌদি সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন তিনি। প্রিন্স ফারহান বলেন, এটা হাস্যকর। যদি এমন কোনও প্রমাণ তাদের সামনে হাজির করা হয় তবে সৌদি সরকার অবশ্যই তা তদন্ত করবে।
×