ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দশ পথসভায় বক্তব্য দিলেন জাপার মেয়র প্রার্থী

প্রকাশিত: ১০:৩০, ২১ জানুয়ারি ২০২০

 দশ পথসভায় বক্তব্য দিলেন জাপার  মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তখন ভোট পেয়েছিলেন চার হাজার ৫১৯। অথচ দলটির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ দুটি কমিটি রয়েছে। আছে ওয়ার্ড কমিটিও। সব মিলিয়ে দলের হিসাব অনুযায়ী নিজস্ব ভোট ব্যাংক কমপক্ষে ২০ হাজার। এই বিবেচনায় দক্ষিণে ১০ হাজারের বেশি ভোট রয়েছে। অথচ তিনি ভোট পেয়েছিলেন অর্ধেকের কম। এই বিবেচনায় নিজ দলের ভোটাররাই গতবার জাপার প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পাঁচ বছর পর এবারের নির্বাচনেও মেয়র পদে জাতীয় পার্টির সমর্থন পেয়েছেন তিনি। অনেক বড় আশা নিয়ে মাঠে নেমেছেন মিলন। বলছেন, বড় দুই দলের প্রার্থীরা বারবার নির্বাচিত হলেও ঢাকাকে বাসযোগ্য করতে পারেননি। তাই জাপার প্রার্থী হিসেবে তিনিই একমাত্র পরিবর্তন আনতে পারেন। মানুষের চাহিদা অনুযায়ী ঢাকাকে সাজাতে চান পোস্টার মিলন হিসেবেখ্যাত সাইফুদ্দিন আহমেদ। যদিও শেষ পর্যন্ত কতটুকু ভোটারদের সমর্থন পাবেন তাই দেখার বিষয়। সোমবার মিলনের পক্ষে মাঠে নামেন দলের কেন্দ্রীয় নেতারাও। দক্ষিণের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন তিনি। ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটের প্রচারণায় সক্রিয় এই মেয়র প্রার্থী। বছরজুড়ে কারণে অকারণে তার পোস্টার নগরীতে দেখা গেলেও, নির্বাচন কেন্দ্রিক প্রচারে মৌসুমে তিনি পোস্টার প্রদর্শন প্রতিযোগিতায় অনেকটাই ঢাকা পড়েছেন। প্রতিদিন কমবেশী প্রচারে থাকলেও মাঠে তার খুব একটা পোস্টার দেখা যাচ্ছে না। যদিও গ্রীন ঢাকা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সব মেয়র প্রার্থীরা প্রচার শুরু করেছেন। অথচ পোস্টারের আবর্জনায় ইতিমধ্যে ঢেকে গেছে নগরী। রাজপথ থেকে অলি-গলি-স্থাপনা-দেয়াল সব খানেই পোস্টার আর পোস্টার। দশটির বেশি পথসভায় বক্তব্য রাখেন মিলন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হাজী মিলনের ছেলে রাকিব উদ্দিন আহমেদ আবির, মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, সাকিব উদ্দিন শিফান, কামাল হোসেন, সাবের হোসেন, শাকিল হোসেন লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদপুরে জাপা প্রার্থীর প্রচারে কেন্দ্রীয় নেতারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। নেতারা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, শের শাহ্ সুরী রোড, রাজিয়া সুলতানা রোড, কাজী নজরুল ইসলাম রোডে সেন্টুর পক্ষে লিফলেট বিতরণ করেন।
×