ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ড্র করেও গোলগড়ে এগিয়ে সেমিতে সিশেলস

প্রকাশিত: ০৮:৪৭, ২০ জানুয়ারি ২০২০

ড্র করেও গোলগড়ে এগিয়ে সেমিতে সিশেলস

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে আফ্রিকান দেশ সিশেলস। সোমবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে অপর আফ্রিকান দেশ মরিশাসের সঙ্গে। এই গ্রুপে এই দুই দলের সমান পয়েন্ট (১)। তবে গোলগড়ে এগিয়ে থাকাতে সেমিফাইনালে পৌছে যায় সিশেলস। তাদের গোলগড় -২, আর মরিশাসের গোলগড় -৩। এই সুবাদেই শেষ চারের টিকেট কাটে ২০০ ফিফা র‌্যাঙ্কিংধারী সিশেলস। বুধবার বিকেল ৫টায় প্রথম সেমিফাইনালে তারা এ-গ্রুপের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে। ১৯ মিনিটে বক্সের সাইড থেকে সতীর্থর কোনাকোনি পাসে মিডফিল্ডার গারভেইস ওয়ে-হাইভ বুক দিয়ে বল রিসিভ করে ডান পায়ের জোড়ালো শট নিলে গোলরক্ষকের গায়ে লেগে আশ্রয় নেয় জালে (১-০)। লিড নেয় সিমেলস। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার বারনডন লাবরসির পাসে বল পেয়ে পোস্টের কাছ থেকে শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সিশেলসের ফরোয়ার্ড পেরি মনিআই (২-০)। ৬৭ মিনিটে কর্নার থেকে বক্সে বল পেয়ে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন মরিশাসের বদলী ফরোয়ার্ড এলেক্স জেসন (২-১)। ৮২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সিশেলস। কারণ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার জুনিনহো। ইনজুরি টাইমে (৯০+১) মিনিটে ফরোয়ার্ড পারলের কোনাকোনি পাস থেকে শটে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন মিডফিল্ডার এডরেইন ফ্রাংকোইস (২-২)। ম্যাচ শেষে দুদলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত মাঠের অফিসিয়ালদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
×