ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৩৮, ৩ ডিসেম্বর ২০১৯

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দোষী ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২১ নবেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. শহীদুল¬াহ কায়সার ভিজিট করতে এসে রোগির ফাইল দেখেন। ফাইলে রাখা মুক্তিযোদ্ধা শাজাহানের মুক্তিযুদ্ধের সনদ দেখে ক্ষিপ্ত হন এবং বলেন ‘‘এই সনদ কি রোগির চিকিৎসা করবে, না ডাক্তার করবে’’ বলে সনদটি ছিড়ে ফেলে দেন।
×