ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফল পৌরসভার নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৯, ৬ নভেম্বর ২০১৯

বাউফল পৌরসভার নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বাউফল পৌরসভার নব নির্মিত তিলতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় এ ভবনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল। পৌরসভার ইঞ্জিনিয়ার মু. আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সহকারী পুলিশ পুলিশ সুপার ফারুক হোসেন, সাবেক শিক্ষা অফিসার বজলুর রশিদ, কাউন্সিলর ফরহাদ হোসেন, কাউন্সিলর কবির হোসেন, বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, আপেল মাহমুদ ফিরোজ প্রমূখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান , পল্লী বিদ্যুতের ডিজিএম একেএম আজাদ,নির্বাচন অফিসার সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার রিয়াজুল হক, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম। প্রধান অতিথি মেয়র জিয়াউল হক জুয়েল তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার সহাস্্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফিকুল ইসলাম সিপন, উত্তম গাঙ্গুলী ও সাইদুর রহমান হাসান। বাউফল পৌরসভা ২০০১ সালে সি গ্রেডে প্রতিষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নতিকরণ করা হয়। কিন্তু পৌরসভার কোন নিজস্ব ভবন না থাকায় ভাড়া ভবনে কাজকর্ম চলতো। এরপর পৌর মেয়র জিয়াউল হক জুয়েল শহরের মুসলিমপাড়ায় নিজের টাকায় জমি কিনে তা পৌরসভার ভবন নির্মাণের জন্য দান করেন। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মালেক পৌরভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন । কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে প্রায় দুই বছরের মধ্যে তিনতলা পৌর ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়। পৌরসভার প্রবেশ দ্বারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের এক বিশাল প্রতিকৃতি স্থাপন করায় দৃষ্টি নন্দন হয়েছে পৌরভবনটি।
×