ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছেন না মেসি!

প্রকাশিত: ০৮:৩৭, ২২ অক্টোবর ২০১৯

ঢাকায় আসছেন না মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় আসছেন না ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। কারণ আগামী মাসের ফিফা উইন্ডোতে বহুল আলোচিত আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি আয়োজন করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মূলত আর্থিক অসঙ্গতি এবং ভেন্যু জটিলতার কারণেই ম্যাচ আয়োজনে আগ্রহ দেখায়নি বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। তবে আসছে বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকায় বড় চমক দেখাতে চায় দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও সপ্তাহখানেক আগেই ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি। নিরাপত্তা এবং আর্থিক ইস্যুকে প্রাধান্য দিয়ে পরিকল্পনাও সাজাচ্ছিলেন তারা। এরপর গুঞ্জন-ম্যাচ হলেও নাকি আসবেন না লিওনেল মেসি! তখন বাফুফে থেকে পাল্টা জানানো হয়, মেসি না আসলে ম্যাচ আয়োজনে আগ্রহী নয় বাংলাদেশও! কিন্তু সপ্তাহ ঘুরতেই বদলে যায় বাফুফের চিন্তাধারা। এবার আর কোন শর্ত নয়, ম্যাচটি আয়োজন করতেই আগ্রহী নয় তারা। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির দাবি, মাত্রই ফুটবল মৌসুম শেষ হওয়ায় এ মুহূর্তে আন্তর্জাতিক মানের একটি খেলা আয়োজনের মতো অবস্থায় নেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয়স্টেডিয়াম। তার ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের জন্য মাঠ এবং অবকাঠামোগত সংস্কারের বিষয়টিও রাখতে হচ্ছে চিন্তাভাবনায়। আর বড় দুটো দলের জন্য বিশাল অর্থ জোগাড়ের বিষয়টি তো থাকছেই বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। তবে ফুটব প্রেমীদের আশাহত করেননি তিন। আসছে বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বড় চমক দেয়ার স্বপ্ন তার।
×