ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মন্ত্রী হলে মেনন সাহেব কি এ কথা বলতে পারতেন

প্রকাশিত: ১০:৪৩, ২১ অক্টোবর ২০১৯

 মন্ত্রী হলে মেনন সাহেব কি এ কথা বলতে পারতেন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের জবাবে বলেছেন, মন্ত্রী হলে মেনন সাহেব কি এ কথা বলতে পারতেন? রাশেদ খান মেননের এই বক্তব্যের বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে জানতে চাওয়া হবে বলে তিনি জানান। রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (রাশেদ খান মেনন) যদি বলেই থাকেন, আমার প্রশ্ন হচ্ছে এত দিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। সবিনয়ে আরেকটি প্রশ্ন, মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? এ ব্যাপারে আর কোন কিছু বলতে চাই না। ক্যাসিনো কেলেঙ্কারির পর একটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ততার কথা ওঠার ক্ষোভে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলছেন কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি তাকে (মেনন) জিজ্ঞাসা করলে ভাল হয়, তিনি কেন ক্যাসিনোকা-ের পর এ কথা বললেন, ইলেকশনের পর কেন বললেন না।’ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান মেনন শপথ ভঙ্গ করেছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ওই প্রশ্নটা তাকে করেন। সরকার দলীয় এমপি বুবলীর পরীক্ষা জালিয়াতির বিষয়টি নিয়ে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। বিতর্কিত ব্যক্তিরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নতুন কমিটিতে কোন পদ পাবে না জানিয়ে তিনি বলেন, ‘আমি নেতৃত্বে পরিবর্তন পরিবর্ধন নিয়ে কোন কথা বলব না। এটুকু বলতে চাই, নেতৃত্ব যদি বিতর্কিত হয়, বিতর্কিত নেতৃত্ব অবশ্যই নতুন কমিটিতে থাকবে না।’ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে রাজপথে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি পুরোপুরি আইনী হলেও বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে, সরকারের ওপর দায় চাপাচ্ছে। কিন্তু তার (খালেদা জিয়া) মুক্তি নিয়ে আন্দোলনের কথা মুখে বললেও এখনও বিএনপি কোন আন্দোলন করে দেখাতে পারেনি। আন্দোলন করতে সরকার তাদের বাধা দিচ্ছে না। বিএনপিকে আন্দোলন করতে বলুন। তারা পরিষ্কার বলে দিয়েছে, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। কাজেই এক মুখে এত কথা কেন? তাদের বলুন, আন্দোলন করতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সিনিয়র নেতারা একবাক্যে বলছেন যে, খালেদা জিয়ার মুক্তি আইনী পথে হবে না, অন্য কোনভাবে হবে না, সরকার তাকে মুক্তি দেবে না। কাজেই আন্দোলনের ঝড় তুলতে হবে এবং বিস্ফোরণ ঘটাতে হবে, তারপরে তুমুল আন্দোলনের মাধ্যমে তাকে বের করতে হবে। আন্দোলনে তো কোন বাধা নেই। জনগণ সায় দিলে আন্দোলন করবে।
×