ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ০৯:৩১, ১৬ অক্টোবর ২০১৯

খুলনায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ হায়বাত শেথ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হামলার শিকার হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত হায়বত শেখের চাচাতো ভাই কামরুল ইসলাম জানান, পদ্মবিলা গ্রামের আরিফ সরদারের ছেলে জসিম সরদার কয়েকদিন আগে তার চাচাতো ভাই হায়বাতের একটি মোবাইল ফোন চুরি করে। পরে জসিম সরদার মোবাইল ফোনটি ফেরত দিলেও মোবাইল ফোনের মেমোরি কার্ডটি রেখে দেয়। এ নিয়ে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুজনের মধ্যে বাক-বিত-া হয়। এক পর্যায়ে জসিম হায়বাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা হায়বাতকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজে পাঠায় এবং জসিমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নিজ বাড়িতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার সম্প্রসারিত ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামে বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত ওই গৃহবধূর নাম ঝর্ণা ম-ল (৪২)। তিনি ওই গ্রামের দুলাল ম-লের স্ত্রী। ঝর্ণা ম-ল এক ছেলে ও এক মেয়ের মা। জানা যায়, দুলাল ম-ল রাজমিস্ত্রির কাজ করত। তার ছেলে কৃষ্ণ ম-ল (১৯) পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করত। ঝর্ণার মেয়ে বন্যা (১৭) পূজার আগে মামাবাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালের খাবার খেয়ে দুলাল ও তার ছেলে কৃষ্ণ কাজ করতে যান। ওই সময় বাড়িতে ঝর্ণা একাই ছিলেন। এলাকাবাসী দুপুর আড়াইটার দিকে এ হত্যাকা-ের কথা জানতে পেরে পুলিশকে জানান। রাঙ্গামাটিতে বিধবা নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, কাপ্তাই উপজেলার আড়াছড়ি এলাকা থেকে সুইক্রাচিং মারমা (৩৮) নামে এক পাহাড়ী বিধবা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে নয় কিলোমিটার ভিতরে দুর্গম আড়াছড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে নয় কিলোমিটার ভিতরে দুর্গম আড়াছড়ি এলাকা বাসিন্দা দিলীপ তঞ্চঙ্গ্যা নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বিধবা নারী সুইক্রাচিং মারমার। এই সম্পর্কের কারণে পারিবারিক কলহে জের ধরে রবিবার রাতে সুইক্রাচিং মারমা বসতঘর ভাংচুরসহ তাকে নির্মমভাবে মারধর করে এক দল দুর্বৃত্ত। পরে মঙ্গলবার ভোর সকালে তাকে পাশর্^বর্তী নদীর তীরে একটি গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় পুলিশ সুইক্রাচিং মারমার লাশ উদ্ধার করে। পুলিশ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতেরও চিহ্ন পায়। এদিকে সন্ত্রাসীদের ভয়ে এ ঘটনাকে ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালাতে চেয়েছেন এলাকাবাসী। নিহত সুইক্রাচিং মারমা ঐ এলাকার মৃত মংসুইপ্রু মারমার স্ত্রী বলে জানা গেছে।
×