ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালকে স্মার্ট সিটি গড়তে সহায়তা করবে ভারত ॥ রীভা গাঙ্গুলী

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ অক্টোবর ২০১৯

বরিশালকে স্মার্ট সিটি গড়তে সহায়তা করবে ভারত ॥ রীভা গাঙ্গুলী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটি গড়ে তুলতে তরুন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়েছি। তার এই পরিকল্পনা বাস্তবায়নে ভারত সরকার বরিশাল সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি এ অঞ্চলে ক্লিন ওয়ার্টার সরবরাহের ক্ষেত্রেও ভারত সহায়তা করবে। শনিবার রাতে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরে বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে মেয়রের কার্যালয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত এবং একান্ত বৈঠকে ভারতীয় হাই কমিশনার এ প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রবিবার সকালে বিসিসি’র জণসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু সাংবাদিকদের জানান, এর আগে হাই কমিশনার এ্যানেক্স ভবন পরিদর্শন করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও শাখা প্রধানদের সাথে পরিচিতি এবং কুশল বিনিময় করেন। এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগরীকে স্মার্ট সিটি গড়ে তুলতে তার নেয়া ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ভারতের হাই কমিশনারের সামনে তুলে ধরেন। যা দেখে মুগ্ধ হন হাই কমিশনার। এসময় ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমার দেখে খুবই ভালো লাগছে যে আপনারা একজন তরুন মেয়র পেয়েছেন। আপনারা একজন তরুন মেয়রের সাথে কাজ করছেন। আপনারাও তরুন। এটা খুবই ভালো দিক। কারণ তারুণরা চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগিয়ে যেতে পারে। তাছাড়া বরিশাল একটি ইকনোমিক জোন। এখানে অর্থ বিনিয়োগ করলে অনেক প্রবৃদ্ধি হবে। সাস্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে ভারত-বাংলাদেশ এক সাথে কাজ করবে বলে আমি আশাবাদী। একান্ত সাক্ষাতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভারতীয় হাই কমিশনারকে বরিশাল সফরের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা ও ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবার এবং আমার স্বজনদের ভারতে আশ্রয় দিয়েছেন। এজন্যই সেদিন আমরা প্রাণে বেঁচে গিয়েছিলাম। তাই বন্ধু দেশ ভারতের সেই সহযোগিতার কথা আজও আমরা স্মরণ করছি। ভারতের হাই কমিশনার ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মধ্যকার সৌজন্য সাক্ষাত ও একান্ত আলোচনাকালে ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলীর স্বামী প্রশান্ত কুমার দাস, খুলনায় নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। তিনদিনের সফরের শেষদিনে রবিবার সকাল নয়টায় ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও দুপুর একটায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন করেন ভারতের হাই কমিশনার। ওইদিন সন্ধ্যা সাতটায় বরিশাল সিটি মেয়রের সাথে তার কালিবাড়ি রোডের বাসভনে সৌজন্য সাক্ষাত শেষে রাতেই লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস। এরমধ্যে সকাল ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন গীর্জা পরিদর্শন কালে হাই কমিশনার গীর্জার ফাদার ও সিস্টারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে সেখানে থাকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সাথে একান্তে কথা বলে তার শারীরিক খোঁজখবর নেন। পরে বেলা ১১টায় নগরীর বগুরা রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন শেষে দুপুরে বরিশাল সদর উপজেলার কড়াপুরে অবস্থিত ঐতিহ্যবাহি মিঞাবাড়ি জামে মসজিদ পরিদর্শনে করেন ভারতের হাই কমিশনার। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে তিন দিনের সফরে বরিশালে আসেন তিনি। ওইদিন সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।
×