ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদকে গ্রেফতার দেখানোর শুনানি পেছাল

প্রকাশিত: ১০:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 খালেদকে গ্রেফতার দেখানোর শুনানি পেছাল

কোর্ট রিপোর্টার ॥ মতিঝিল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার দেখানোর শুনানি পিছিয়েছে সিএমএম আদালত। গত ২২ সেপ্টেম্বর মামলাটি তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সফিকুল ইসলাম আকন্দ এ আসামিকে গ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী গ্রেফতার দেখানো ও রিমান্ড আবেদনের শুনানির দিন ২৯ সেপ্টেম্বর ঠিক করেন। একইসঙ্গে খালেদকে শুনানির সময় আদালতে হাজির করার নির্দেশ দেন। সে অনুযায়ী গতকাল রবিবার গ্রেফতার দেখানোসহ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার মামলায় খালেদ বর্তমানে রিমান্ডে থাকায় এদিন তাকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় একই বিচারক ফের খালেদের উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেছেন।
×