ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ব্যর্থ হয়ে আরো নিষেধাজ্ঞার নির্দেশ

প্রকাশিত: ০০:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ব্যর্থ হয়ে আরো নিষেধাজ্ঞার নির্দেশ

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতিতে সুবিধা করে উঠতে না পরে তেহরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে। তিনি মার্কিন অর্থ মন্ত্রণালয়কে বলেছেন, ইরানের ওপর ‘উল্লেখযোগ্য’ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সম্প্রতি ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “আমি অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনকে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে উল্লেখযোগ্য মাত্রায় কঠোর করার নির্দেশ দিয়েছি।” মার্কিন প্রেসিডেন্ট ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি গ্রহণ করেছেন। এ নীতি বাস্তবায়ন করতে গিয়ে ওয়াশিংটন এ পর্যন্ত তেহরানের বিরুদ্ধে বেশ কিছু উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। আমেরিকার এসব অপতৎপরতার ব্যাপারে তেহরান টানা এক বছর ধৈর্য ধরেছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এ সংক্রান্ত ক্ষতি পুষিয়ে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কার্যকারিতা দেখার জন্য এক বছর অপেক্ষা করে ইরান । কিন্তু ইউরোপীয়রা এক বছরেও কোনো পদক্ষেপ নিতে না পারায় ইরান আগে থেকে ঘোষণা দিয়ে গত মে মাসে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। এরপর আরো দুই বার ইউরোপকে ৬০ দিন করে সময় দিয়ে ইরান আরো বেশ কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রেখেছে। এ পর্যন্ত ইরান এরকম তিন দফা পদক্ষেপ নিয়েছে এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে চতুর্থ দফা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে।#
×