ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ১০:১৯, ৭ জুলাই ২০১৯

 চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ  সম্মেলন কাল

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফর নিয়ে আগামীকাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম জনকণ্ঠকে জানান, প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বিকেল চারটায় মিডিয়া ব্রিফিং শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তার পাঁচদিনের সরকারী সফর শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-১৭২৩) দুপুর ১টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সরকারের মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সামরিক ও বেসামরিক উর্ধতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। গত ১ জুলাই ঢাকা থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী চীনে পৌঁছান। বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যুসহ চীন সফরে অর্জিত সাফল্যগুলো আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রতিবারের মতো এবারও চীন সফর ছাড়াও বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের সর্বশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়টিও উঠে আসতে পারে।
×