ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে রাজু হত্যা ॥ গ্রেফতারকৃত ২ যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০৪:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরে রাজু হত্যা ॥ গ্রেফতারকৃত ২ যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে তরুণ ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ২ যুবকের ৩ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরা হচ্ছে শহরের চকপাঠক এলাকার সোলইমান মিয়ার ছেলে লিমন মিয়া ও শ্রীবরদী উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে ছানুয়ার হোসেন শান্ত মিয়া। ২৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের ১০ দিনের রিমান্ড ও আসামী পক্ষের জামিনের আবেদনের ওপর শুনানী অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্ল্াহ আল মামুন জানান, দ্রুত আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত শুক্রবার রাতে ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজু হত্যার ঘটনায় ওই ২ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শহরের শেখহাটি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজুকে একজন ফোন করে শ্বশুরবাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্বজনরা খোঁজাখুঁজি করলেও তাঁর কোন হদিস পায়নি। শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো ও গলাকাটা অবস্থায় শহরের দীঘারপাড় মহল্লার বল বাজারের পাশের একটি ধানক্ষেত থেকে রাজুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই শহর বিএনপি’র আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান আব্দুল মান্নান বাদী হয়ে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে শুক্রবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×