ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

একটি বাড়ি একটি খামার প্রকল্প : লৌহজংয়ে ঋণ বিতরণ

প্রকাশিত: ০২:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

একটি বাড়ি একটি খামার প্রকল্প : লৌহজংয়ে ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ “শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার” শ্লোগানকে সামনে রেখে উপকারভোগীদের মাঝে ঋণের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ ঋণের অর্থ বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। তিনি ৪০ জন উপকারভোগীকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা ঋন বিতরণ করেন। প্রধান অতিথি এমিলি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঋণের অভিশাপ থেকে ঋণ গৃহীতাদের মুক্তি দেবার একটি পথ। দরিদ্র জনগোষ্ঠী এই প্রকল্পের মাধ্যমে নানাভার উপকারভোগ করছেন। দরিদ্র এই জনগোষ্ঠীকে সাবলম্বী করতেই এই প্রকল্প গ্রহন করেছে শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্প আয়োজিত এ এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হেসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী। আরও অংশ নেন জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তোফাজ্জল হেসেন তপন, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, মনির হোসেন মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শামীম হাসান।
×