ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

*অক্সফাম কেলেঙ্কারি

সাত হাজার দাতা অর্থায়ন বন্ধ করেছে

প্রকাশিত: ১৮:৪০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

সাত হাজার দাতা অর্থায়ন বন্ধ করেছে

অনলাইন ডেস্ক ॥ যৌন কেলেঙ্কারির ঘটনায় প্রায় সাত হাজার দাতা অক্সফামকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং একথা জানিয়েছেন। ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে কার্যক্রম পরিচালনা করেছিল অক্সফাম। ২০১৩ সালে অক্সফামে যোগ দেন গোল্ডরিং। হাইতির ওই যৌন কেলেঙ্কারির পর কতজন অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গত ১০ দিনে সাত হাজার দাতা অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে।' গোল্ডরিং বলেন, 'করপোরেট স্পন্সররা এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত বিবেচনা করছেন। এ ঘটনায় তাদের ইমেজ কতটা নষ্ট হয়েছে সেগুলো তারা বিবেচনা করছে।' প্রসঙ্গত, হাইতিতে কার্যক্রম পরিচালনার সময় সেখানে সংস্থাটির শীর্ষ নেতৃত্ব যৌনকর্মী ভাড়া করেছিল বলে অভিযোগ উঠেছে। দাতব্য সংস্থা অক্সফাম ঘটনাটি জেনেও তা চেপে যায় । তথ্যসূত্র: স্কাই নিউজ
×