ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের আদালতে রেহাই পেলেন বাংলাদেশের কূটনীতিক

প্রকাশিত: ২০:০২, ২৪ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের আদালতে রেহাই পেলেন বাংলাদেশের কূটনীতিক

অনলাইন ডেস্ক ॥ গৃহকর্মীকে কম মজুরি দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করে নিয়ে অর্থ পরিশোধের পর মামলা থেকে রেহাই পেয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। মঙ্গলবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক ব্যারি ক্রন এই বাংলাদেশি কূটনীতিককে শর্তসাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেন। মোহাম্মদ আমিন নামে একজনকে গৃহকর্মী হিসেবে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে নেওয়ার পর ২০১২ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত বিনা মজুরিতে জোর করে কাজ করানোর এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল শাহেদুল ইসলামের বিরুদ্ধে। ওই অভিযোগে গত বছরের ১২ জুন তাকে তার কুইন্সের বাসা থেকে গ্রেপ্তারও করা হয়েছিল। জামিন পাওয়ার পর শাহেদুলকে কূটনৈতিক দায়মুক্তির পূর্ণ সুবিধা দিতে সাময়িকভাবে বদলি করা হয়েছিল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে। পরে তাকে আবারও নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে পুরনো দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের অন্যতম মুখপাত্র ইকিমুলসিয়া লিভিংস্টোন বলেন, শাহেদুল ইসলাম তার গৃহকর্মী মো. আমিনকে ন্যূনতম মজুরি না দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করে নেন এবং বিচারকের সামনেই ১০ হাজার ডলার পরিশোধ করেছেন। এরপর বিচারক তাকে শর্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেন বলে জানান অ্যাটর্নি অফিসের মুখপাত্র।
×