ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সংখ্যালঘুর বাড়িতে দূধর্ষ ডাকাতি॥ টাকা ও স্বর্নালঙ্কার লুট

প্রকাশিত: ০১:১৮, ২০ জানুয়ারি ২০১৮

নওগাঁয় সংখ্যালঘুর বাড়িতে দূধর্ষ ডাকাতি॥ টাকা ও স্বর্নালঙ্কার লুট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শুক্রবার দিনগত রাত ২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পলিপাড়া গ্রামে সুজিত কুমার দাস নামে এক সংখ্যালঘুর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা গৃহস্বামীসহ বাড়ির অন্যান্য লোকজনকে বেঁধে বেদম মারপিট করে নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা বাড়ির বাইরের গেটের দরজার তালা ও গ্রীল কেটে বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। বাড়ির মালিক সুজিত জানায়, ১২/১৪ জন ডাকাত তার ঘরে ঢুকে তাকেসহ তার স্ত্রীকে একটি ঘরে জিম্মি করে বেঁধে রেখে বেদম মারপিট করে এবং অপর ঘরে থাকা তার বৃদ্ধা মাসহ সন্তানদেরও জিম্মি করে ডাকাতরা ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় তছনছ করে সেখান থেকে নগদ ২লাখ টাকাসহ প্রায় ৫/৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় সুজিতের একটি জ্যাকেট ও একটি মোবাইল ফোন ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেলেও পরবর্তিতে তা বাড়ির অদূরে একটি ড্রেনে ফেলে রেখে যায়। যা পুলিশ উদ্ধার করে আলামত হিসাবে জব্দ করেছে। এঘটনায় শনিবার বেলা ১১টায় নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ রাশিদুল হক, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নওগাঁর ডিবি ইন্সপেক্টর আব্দুর রফিক, পতœীতলা থানার ওসি (তদন্ত) জহুরুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সোয়া ৫টায় এরিপোর্ট লেখা পর্যন্ত পতœীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
×