ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা লবণ বিক্রি বন্ধ করে দিল পাকিস্তান

প্রকাশিত: ২০:১৭, ১৭ জানুয়ারি ২০১৮

চীনা লবণ বিক্রি বন্ধ করে দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ চীনা লবণ বিক্রি বন্ধ করল পাকিস্তানের পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকারের ফুড অর্থরিটি পক্ষ থেকে জানানো হয়, চীনের লবণে (আজিনামোতো) রয়েছে অত্যাধিক পরিমাণে মোনোসোডিয়াম গ্লুমেট। এই লবণ ব্যবহারে এখানকার মানুষের মাথা ব্যাথ্যা, হার্টের রোগ এমনকী ক্যান্সারে প্রবণতা বাড়ছে বলে জানানো হয়েছে। পাঞ্জাব ফুড অর্থরিটি আরও জানিয়েছে, চীন যে পদ্ধতিতে এই লবণ বানাচ্ছে, তা ব্যবহার বিপজ্জনক। গর্ভবতী নারীদের ক্ষেত্রে আরও বেশি বিপজ্জনক। মানসিক ভারসাম্য হারাচ্ছে বলে দাবি করা হয়েছে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। এই লবণ খাওয়ার ফলেই এখানকার অধিবাসীরা অনবরত বমি, অস্থরিতা এবং দুশ্চিন্তা ভুগছেন। চিকিৎসকরাও একই মত পোষণ করছেন বলে জানানো হয়। তবে চীন সরকারিভাবে কোনও বিবৃতি না দিলেও, বিষেশজ্ঞদের একাংশ মনে করছেন, শুধু পাঞ্জাবে নয়, গোটা পাকিস্তানে এক দশক ধরে এই লবণ রফতানি করছে চীন। হঠাৎ আজ এমন অভিযোগ আনা হচ্ছে কেন? এই লবণ নিষেধাজ্ঞার পিছনে কূটনীতি আছে কিনা তাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
×