ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন ১

প্রকাশিত: ০১:৫৯, ১৬ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন ১

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার কলেজ ছাত্র জামিল আনছারী জুয়েল হত্যা মামলার রায়ে মুল আসামী মাহাবুবুল আলম (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো তিন মাসের দন্ড ভোগের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। অপর আসামী গোলাম কিবরিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিররণে জানা যায়, ২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে কলেজ ছাত্র জামিল আনছারি জুয়েল বাড়ির পাশে একটি জমিতে ঘাস কাটতে যায়। জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ওই গ্রামের মাহাবুব আলমসহ তিনজন ধারালো কাস্তে দিয়ে জুয়েলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ অক্টোবর জুয়েলের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কামরুজ্জামান মিয়া তদন্তে প্রাথমিক ভাবে অপরাধের সততা পেয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিন জন আসামীর মধ্যে মাহাবুব আলম নামের একজনকে আসামী যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের দন্ড ভোগের আদেশ দেন । এছাড়া অপর আসামী গোলাম কিবরিয়াকে বেকসুর খালাস প্রদান করেন। মামলার ২ নং আসামী করিম মামলা চলাকালে মূত্যূবরণ করেন বলে উল্লেখ্য করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট এম,এ আব্দুল হামিদ এবং নিহত জুয়েলের বাবা নজরুল ইসলাম উক্ত রায়ে সন্তোস প্রকাশ করেছেন।
×